কিছুক্ষণের মধ্যে শুরু হবে বছরের শেষ সূর্যগ্রহণ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৩৮ এএম, ২৬শে অক্টোবর ২০২২

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) কিছুক্ষনের শুরু হবে আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে এটি শেষ হবে।
এতে আরও বলা হয়, ঢাকায় ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে।
জেবি/ আরএইচ/