প্রাণ ফিরে পাচ্ছে রাজবাড়ীর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথ!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২
উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ-রুট। এবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ঘাটটি আধুনিকায়ন করা হচ্ছে। ফলে যাতায়াতে সুফল ভোগ করবে ১০ জেলার কয়েক লাখ মানুষ।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে তিনটি ফেরি থাকলেও দুটি থাকে সারা বছরই বন্ধ। শুকনো মৌসুমে নাব্য সংকট আর বর্ষায় স্রোতের কারণে বছরের আট মাসই বন্ধ থাকে এ নৌ-রুটে ফেরি চলাচল। তখন পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় অনুমোদনহীন ইঞ্জিনচালিত নৌকা। পণ্যবাহী ট্রাককে যেতে হয় ২০০ কিলোমিটার ঘুরে কুষ্টিয়ার লালন শাহ সেতু হয়ে। এবার ঘুচতে যাচ্ছে সে ভোগান্তি। সারা বছর ঘাটটি সচল রাখতে উদ্যোগ নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। ড্রেজিংয়ের জন্য আনা হয়েছে উন্নত প্রযুক্তির মেশিন।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, হঠাৎ করে এত বড় বড় ড্রেজিং মেশিন দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়েছে। তারা মনে করেছে এখানে খনন করা হলে পদ্মার ভাঙনে তাদের ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতির মুখে পড়তে পারে। তাই তারা আমার কাছে এসেছিলেন। বিষয়টি নিয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পাবনা-২ আসনের সংসদ সদস্য, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সড়ক ও জনপথ বিভাগসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা কারো ক্ষতি করে নয় মানুষের উপকারে ঘাটের উন্নয়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী জানান, এত দিন সড়ক ও জনপথ বিভাগ একটি দুর্বল ফেরি দিয়ে ঘাটটি পরিচালনা করলেও এখন সরকার উদ্যোগ নিয়েছে উন্নত মানের রো-রো ফেরি পরিচালনা করার। দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ড্রেজিং করে নদীর দুই পাড়ে ঘাট স্থাপন করা হবে। ওই নৌ-রুটের রো-রো ফেরিগুলো এ নৌ-রুটে অচিরেই চালু করা হবে।
পাবনা-২ আসনের সংসদ সদস্য জানান, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট আধুনিকায়নের মধ্য দিয়ে রাজবাড়ী-পাবনার যোগাযোগ, ব্যবসা ও জীবনমানের উন্নয়ন হবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের সহজ মাধ্যম তৈরি হবে। দুর্ভোগ কমবে অন্তত ১০ জেলার লাখো মানুষের।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. আশিকুজ্জামান বলেন, “জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুটটি অবহেলিত ছিল। এখানে তিনটি ফেরি দিয়ে সড়ক ও জনপথ বিভাগ ঘাট পরিচালনা করলেও দুটি ফেরি নষ্ট। একটি ফেরি দিয়ে কোনো মতে ঘাটটি সচল ছিল। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে সার্বক্ষণিক ঘাটটি সচল রাখার সিদ্ধান্ত হয়। যার পরিপ্রেক্ষিতে ড্রেজিংয়ের জন্য বাংলাদেশ নৌবাহিনী কাজ শুরু করতে যাচ্ছে। দুই পারে ঘাট স্থাপন করে শিগগিরই নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ঘাটটি উদ্বোধন করবেন। এতে যোগাযোগের ক্ষেত্রে ও পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে”।
আরএক্স/