নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২


নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত
ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করা নিউ জিল্যান্ডের পয়েন্টে এবার ভাগ বসিয়েছে আফগানিস্তান। নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের লড়াইয়ে জল ঢেলে দিল বৃষ্টি। 


বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। তাতে উভয় দল ১টি করে পয়েন্ট পেয়েছে। এর আগে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল জিম্বাবুয়ে। এছাড়া দিনের অপর ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।


এর ফলে গ্রুপ-১ এ ২ সবগুলো দল দুটি করে ম্যাচ খেলে ফেললো। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড চতুর্থ ও অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে। ১ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে পয়েন্ট টেবিলের তলানিতে।



এইচআর/