শুরুতেই বিদায় শান্ত-সৌম্যের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছেন ওপেনার শান্ত ও সৌম্য।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৭ উইকেটে ৭৬ রান। আগে ব্যাট করে পাঁচ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে দশম সর্বোচ্চ।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কাগিসো রাবাদার করা প্রথম ওভারে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান সৌম্য। যা দেখা ছিল চোখের শান্তি।
তবে এই শুরুটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। আনরিখ নরকিয়ার বলে ১৫ রানে আউট হন তিনি। একই ওভারে বোল্ড হন ৯ রান করা শান্ত। সাকিবও নরকিয়ার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে এক রানে ফেরেন।
জেবি/ আরএইচ/