মুস্তাফিজের ছক্কায়ও হেরে গেলও বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২

রীতিমত রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন প্রোটিয়ারা, সেখানে নেমেই রানের জন্য ধুঁকতে হয় টাইগারদের। এরই মধ্যে ১০১ রান তুলেও ১০ উইকেট হারিয়েছে সাকিব আল হাসানের দল।
১৬ ওভার ৩ বলে খেলা শেষ হয়েছে। বাংলাদেশের দরকার ছিলও ১০৪ রান।
সামনে ছিলও ২০৬ রানের বিশাল লক্ষ্য। শুরুটা ভালো হওয়া দরকার ছিল বাংলাদেশের। সৌম্য সরকারের ব্যাটে তেমন কিছুর ইঙ্গিতও ছিল। প্রথম ওভারের শেষ দুই বলে কাগিসো রাবাদাকে টানা দুই ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।
প্রথম ওভারে ১৭ আর পরের ওভারে ৯, ২ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে ছিল ২৬ রান। কিন্তু এমন ভালো শুরু ধরে রাখতে পারেনি টাইগাররা। সৌম্য আউট হয়েছেন তৃতীয় ওভারেই। অ্যানরিচ নরকিয়াকে অ্যাক্রোস দ্য লাইন খেলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েছেন সৌম্য (৬ বলে ২ ছক্কায় ১৫)।
এরপর নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৯ বলে ৯ রান করে নরকিয়ার ওই ওভারেই বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সাকিব হন নরকিয়ার তৃতীয় শিকার। ৪ বলে ১ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টাইগার দলপতি।
সিডনির ব্যাটিং সহায়ক পিচেও পাওয়ার প্লে’টা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভুলভাল শটে সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটার। ৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৭ রান।