ম্যাথু ওয়েড করোনা ভাইরাসে আক্রান্ত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২


ম্যাথু ওয়েড করোনা ভাইরাসে আক্রান্ত
ছবি: ইন্টারনেট

শুক্রবার (২৮ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় ম্যাচ। এর আগে অনেক বড় ধাক্কা খেলো তারা। ১৫ সদস্য দলের একমাত্র উইকটেকিপার আক্রান্ত হলেন করোনায়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পার পর চলতি এই বিশ্বকাপে কোভিড পজিটিভ হলেন ম্যাথু ওয়েড।


ব্যাকআপ উইকেটকিপার না থাকায় যে ভয় করা হচ্ছিল, সেটাই হলো। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটকিপার ম্যাথু ওয়েডর করোনায় অস্ট্রেলিয়ার উদ্বেগ।


তবে করোনা নিয়েও খেলতে পারেন ম্যাথু ওয়েড , আইসিসি এই শিথিলতা আনায় শুক্রবার সম্ভবত খেলানো হবে ওয়েডকে। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


এর আগে অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে করোনা পজিটিভ হলে জাম্পাকে খেলায়নি অস্ট্রেলিয়া। তবে গত দুই দিন পরীক্ষা করে নেগেটিভ আসায় তাকে খেলানো হতে পারে ইংলিশদের বিপক্ষে।


টুর্নামেন্টের শুরুতে ওয়েডের বিকল্প একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস ছিটকে গেলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, ওয়েড কোনও কারণে খেলতে না পারলে ডেভিড ওয়ার্নারকে দেওয়া হতে পারে গ্লাভস। তবে বৃহস্পতিবার গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটকিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেছে।


ওয়েডকে যদি শুক্রবার খেলানোও হয়, তারপরও দলের সঙ্গে টিম হোটেল থেকে বাসে করে মাঠে যেতে পারবেন না। ম্যাচের আগে বা ম্যাচ চলাকালে ড্রেসিংরুমও ব্যবহার করতে পারনবেন না তিনি। 



এইচআর/