ডিএসইতে লেনদেন শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২
প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
আজ রোববার (৩০ অক্টোবর) ডিএসইর সফটওয়্যার বিপর্যয়ের কারণে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়নি। তবে তিন দফায় ৩০ মিনিট করে ১ ঘণ্টা ৩০ মিনিট পর বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর (সোমবার) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায় (বেলা ১০টা ৫৮ মিনিটে)। কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত ওইদিন কারিগরি ত্রুটির সমস্যার সমাধান হয়নি।
জেবি/ আরএইচ/