ছয় দফা দাবি
সরকারি কর্ম কমিশনের গেট অবরোধ করে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২
৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ প্রার্থীরা ছয় দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গেটে অবরোধ করে মানববন্ধন করছেন বলে জানা গেছে।
আজ রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে অবরোধে অংশ নেন নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ প্রার্থীরা।
এ সময় অংশগ্রহণকারীরা ছয় দফা বাস্তবায়নের আশ্বাস বা জবাব না পাওয়া পর্যন্ত পিএসসির গেট অবরোধ করে রাখার হুঁশিয়ারি দেন।
জেবি/ আরএইচ/