সংসদের অধিবেশন শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৭ এএম, ৩১শে অক্টোবর ২০২২


সংসদের অধিবেশন শুরু
ফাইল ছবি

চলতি একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। আজ বোববার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 

চলতি অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে।


বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস‌্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস‌্যরা হলেন- উপাধ‌্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশীদ এবং সুবর্ণা মুস্তাফা।


এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংরক্ষিত আসনের শেখ এ‌্যানী রহমান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ সাবেক একাধিক সংসদ সদস‌্য ও বিশিষ্টজনের মৃ‌ত‌্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।


পরে সাজেদা চৌধুরী ও এ‌্যানী রহমানের মৃ‌ত‌্যুতে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি সংসদের কোনও সদস্য মারা গেলে শোকপ্রস্তাবের ওপর আলোচনা করে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

জেবি/ আরএইচ/