নিবন্ধন চায় নতুন ৮০ দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৬ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২
৮০টি নতুন দল নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান রোববার (৩০ অক্টোবর) আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে ইসি মো. আলমগীর জানিয়েছেন ৮০টি দলের আবেদন শিগগিরই যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হবে। যদি কোনো দলের একটি শর্তও অপূর্ণ থাকে, তবে সেই দল নিবন্ধন পাবে না। আগামী মে মাসের শেষের দিকে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনে প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বানের বিধান আছে। সে মোতাবেক গত ২৬ মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় নির্দিষ্ট দেয় সংস্থাটি। পরবর্তীতে অনেকের আবেদনের ভিত্তিতে আরও দুই মাস সময় বাড়ায় ইসি।
জেবি/ আরএইচ/