ভারতের হারে বিপাকে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২


ভারতের হারে বিপাকে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল আফ্রিকা-ভারতের ম্যাচটি। গতকাল দিনের শেষ ম্যাচে ভারত জিতলে পয়েন্ট টেবিলের দুই নম্বরের জায়গা অক্ষুন্নও থাকতো সাকিবদের। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে ভারত। 


পার্থ স্টেডিয়ামের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের নায়ক ছিলেন ডেভিড মিলার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে মার্করাম। দুজনের অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।


এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। সমান ৪ পয়েন্ট করে থাকলেও রান রেটের কারণে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। টেবিলের তিনে আছে সাকিব আল হাসানের দল।


আরএক্স/