পয়েন্ট তালিকায় বড় লাফ অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:০৬ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২২

সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে জয় পেল অস্ট্রেলিয়া।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে অন্য ওপেনার ফিঞ্চ ভাল খেলেন। তাঁকে সঙ্গ দেন মিচেল মার্শ। দুজনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মার্শ ২৮ রান করে আউট হন। ম্যাক্সওয়েল এই ম্যাচেও রান পাননি। জয়ের মধ্যেও ম্যাক্সওয়েলের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখবে ফিঞ্চকে। ম্যাক্সওয়েল আউট হলে ব্যাট করতে নামেন মার্কাস স্টোইনিস। শ্রীলঙ্কার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই এই ম্যাচে শুরু করেন তিনি।
ফিঞ্চ ও স্টোইনিসের ব্যাটে রানের গতি বাড়ে অস্ট্রেলিয়ার। ৩৯ রান করে সাজঘরে ফেরেন স্টোইনিস। ফিঞ্চ করে ৬৩ রান। শেষ দিকে টিম ডেভিড ও ম্যাথু ওয়েড দলকে ১৭৯ রানে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১৭৯-৫ (২০ ওভার): ফিঞ্চ ৬৩(৪৪), স্টোইনিস ৩৫(২৫); ম্যাককার্থি ৩-২৯
আয়ারল্যান্ড ১৩৭ অলআউট (১৮.১ ওভার): টাকার ৭১* (৪৮); ম্যাক্সওয়েল ২-১৪, জাম্পা ২-১৯
এইচআর/