করোনায় মৃত্যুশূন্য দিন আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৪ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২২


করোনায় মৃত্যুশূন্য দিন আজ
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জনে। তবে এ সময়ে দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। 


সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, দেশের ৮৮২টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে ৩ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।


এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জনে।

জেবি/ আরএইচ/