আফগানদের সাথে শ্রীলঙ্কার সহজ জয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২২


আফগানদের সাথে শ্রীলঙ্কার সহজ জয়
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে আফগানদের ১৪৪ রানে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। ব্রিসবেনের গ্যাবায় আজ আকাশ ছিল ঝকঝকে । এমন ঝলমলে দিনে আফগানিস্তানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারলো না। 


১৪৪ রানের টার্গেট শ্রীলঙ্কা খুব সহজেই টপকে যায় ।১৮.৩ বলে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেই শ্রীলঙ্কা। এই জয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের ৩ এ উঠে সেমিফাইনালের সপ্ন বাচিয়ে রাখলো।


সংক্ষিপ্ত স্কোর:


আফগানিস্তান: ১৪৪-৮ (২০)


শ্রীলঙ্কা :১৪৮-৪ (১৮.৩) 


আরএক্স/