খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন: আনিসুল হক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২২


খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন: আনিসুল হক
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশটির আইনের মাধ্যমে না পারলে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।


আজ মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ অনুরোধ জানান।


আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব হবে না বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন। আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কি না দেখতে। তাকে বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।


তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যা মামলার আসামি নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। আপনারা জানেন যে কানাডায় একটি আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড সাজা হিসেবে আছে সে দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয় না। এটি তিনি আমাকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন। আমি তারপরও তাকে অনুরোধ করেছি, আমরা আইন এবং যেসব রুলস আছে, আমরা যদি সেগুলো এক্সামিন করি তাহলে কানাডা যাতে ফিরিয়ে দিতে পারে এমন কোনো পন্থা খুঁজে পাব। আমি এটাও বলেছি, তাকে ওখানে রাখাটা মানবাধিকার লঙ্ঘন।


আগামী সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে কি না তা জানতে চেয়েছে কানাডা।


আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমাদের কাছে তারা কোনো কনসার্ন ব্যক্ত করেননি, কোনো সাজেশনও দেননি। নির্বাচন নিয়ে ওনারা জানতে চেয়েছেন, নির্বাচন পর্যবেক্ষক আমরা অ্যালাউ করব কি না। আমি স্পষ্ট করে বলেছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তাদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

জেবি/ আরএইচ/