‘সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৩০ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২২


‘সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক’
ছবি: সংগৃহীত

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। তার চেষ্টায় সরকারের সব সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন, সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।


আজ মঙ্গলবার (১ নভেম্বর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।


অধিনায়ক সম্মেলনে ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এবং ইঞ্জিনিয়ারসের সব ইউনিট অধিনায়ক এ সম্মেলনে অংশ নেন।


সেনাপ্রধান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সবাইকে অবহিত করেন।

জেবি/ আরএইচ/