এশিয়ার প্রথম নারী রেলের ইঞ্জিন চালক মুমতাজ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:১৯ পিএম, ২রা নভেম্বর ২০২২


এশিয়ার প্রথম নারী রেলের ইঞ্জিন চালক মুমতাজ
ছবি: ইন্টারনেট

এশিয়ার প্রথম নারী ডিজেল রেল ইঞ্জিন চালক মুমতাজ। তিনি ১৯৯৫ সালে লিমকা বুক অফ রেকর্ডস-এ স্বীকৃতিপ্রাপ্ত। এখানেই শেষ নয়, মুমতাজই প্রথম রেল চালক যিনি ইলেক্ট্রিক এবং ডিজেল দুই ধরনের রেল ইঞ্জিনই চালান। 


১৯৮৯ সালে ভারতের রেল নিয়োগ বোর্ডের নিয়ম বদলের পরই মুমতাজ রেলের পরীক্ষা দেন এবং সফলতার সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।


সংবাদ মাধ্যম বিবিসি ভারতীয় রেলওয়েকে নিয়ে নির্মিত এক তথ্যচিত্রে মুমতাজকে কাস্ট করেছে । ভারতীয় এই নারী কন্যাভ্রুণ হত্যা ও লিঙ্গবৈষম্যকেও সমর্থন করেন না। তার নিজের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। 


মুমতাজ দুই সন্তানকে শিক্ষিত করবেন, যথাযথ মানুষ তৈরি করবেন। সন্তানদের তিনি সফলতার চূড়ায় দেখবেন এটাই তার স্বপ্ন।

জেবি/ আরএইচ/