আইন কমিশনের চেয়ারম্যান হলেন খায়রুল হক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২২
আবারও আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত রোববার থেকে এ নিয়োগ কার্যকর হয়।
এই পদে তিনি আরও তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এদিকে বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।
জেবি/ আরএইচ/