ফ্লাইট পরিচালনার অনুমোদন পেল ‘এয়ার অ্যাস্ট্রা’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২


ফ্লাইট পরিচালনার অনুমোদন পেল ‘এয়ার অ্যাস্ট্রা’
ছবি: সংগৃহীত

ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা।


আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেবিচক থেকে ফ্লাইট পরিচালনার এয়ার অপারেটর সার্টিফিকেট পেয়েছে প্রতিষ্ঠানটি। সার্টিফিকেটটি পাওয়ার ফলে ফ্লাইট পরিচালনায় আর তাদের কোনো বাধা নেই।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, এয়ার অ্যাস্ট্রার প্রাথমিক পার্কিং স্টেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প স্টেশন হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন হলে রাতে সিলেট বিমানবন্দরে এয়ারক্রাফটগুলো রাখা হবে।


এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। তবে অগ্রাধিকার থাকবে কক্সবাজার ও সিলেটের মতো রুটগুলো।