ফেভারিট আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত জয় পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:১৪ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২

বৃহঃস্পতিবার (০৩ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ১৮৫ রান করেছে পাকিস্তান।
সিডনিতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি বাধা। পাকিস্তানের ৯ উইকেটে করা ১৮৫ রানের জবাব দিতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় নেমেছে বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির পর অবশেষে খেলা শুরু হতে যাচ্ছে এবং বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ওভার কেটে নেওয়া হয়েছে ৬টি।
নতুন পরিবর্তিত লক্ষ্য নির্ধারণ করা হলো ১৪ ওভারে ১৪২ রান। তাতে ৩৩ রানের জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১৮৫-৯ (২০ ওভার): ইফতিখার আহমেদ ৫১ (৩৫), শাদাব খান ৫২ (২২); নর্টজি ৪-৪১
দক্ষিণ আফ্রিকা ১০৮-৯ (১৪ ওভার): টেম্বা বাভুমা ৩৬ (১৯); শাহিন শাহ আফ্রিদি ৩-১৪, শাদাব খান ২-১৬
এইচআর/