বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরছেন। ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. ...
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরছেন। ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার
(১ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল টিভি অপারেটর, টেলিভিশন
মালিক, ডিটিএইচ সেবাদানকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন
তিনি।
বিএনপি
চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী
বলেন, ‘বেগম জিয়ার সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে, এজন্য স্বস্তি প্রকাশ করছি
এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যাতে বাসায় ফিরে যান। তিনি যে সুস্থ হয়ে
উঠেছেন সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ’
বিজ্ঞাপন
বিএনপি
এতদিন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন,
‘বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, বেগম জিয়ার সুস্থতার মাধ্যমে এটিই প্রমাণিত
হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। ডাক্তারদের প্রতি
অবজ্ঞা প্রদর্শন করেছে। বলেছে বেগম জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোন
সময় যেকোন দুর্ঘটনা ঘটতে পারে। এই যে কথাগুলো বলেছিলো, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে
তারা যে অপরাজনীতি করেছে এটিই আজকে প্রমাণিত হয়েছে। ’
মন্ত্রী
আরও বলেন, ‘ইতোপূর্বেও তারা একই কাজ করেছিলে। আগেও যখন বেগম খালেদা জিয়া হাসপাতালে
ভর্তি হয়েছিলেন তখনও একই কথা বলেছিলেন। বিদেশ না নিলে তাকে বাঁচানো সম্ভব না, এবারও
একই কথা বলেছিলো। বিএনপি মিথ্যাচার করে, এটিই প্রমাণিত হলো বেগম জিয়ার সুস্থ হওয়ার
মাধ্যমে। ’
সচিবালয়ে
তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যসচিব মো. মকবুল হোসেন, বেসরকারি টেলিভিশন
মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সিনিয়র সহ-সভাপতি
ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন
ওআ/








