নিজস্ব ডিজিটাল মুদ্রা আনছে ভারত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারত
শিগগিরই নিজস্ব ডিজিটাল মুদ্রা আনতে চলেছে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার
(১ ফেব্রুয়ারি) সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দিয়েছেন।
সীতারমণ বললেন, আগামী অর্থবর্ষেই ভারত পেতে চলেছে নিজস্ব ডিজিটাল কারেন্সি। এবার ডিজিটাল
কারেন্সিকে আয়করের আওতায়ও আনা হচ্ছে।
দেশটির
কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ডিজিটাল মুদ্রার লেনেদেনের তথ্য ব্লকচেইন পদ্ধতিতে সংরক্ষিত
থাকবে। ব্লকচেইন পদ্ধতিতে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেনের যাবতীয় তথ্য রাখা
হয়। যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত থাকে। লেনদেনের সঙ্গে যুক্ত
ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ব্লক চেইনের তথ্য জানতে পারেন না। মূলত এই পদ্ধতিকেই ব্যবহার
করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।
ইতোমধ্যে
দেশটির শীর্ষ এই ব্যাংক ডিজিটাল মুদ্রা বাজারে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নগদ
টাকার সমমানের হবে এই ডিজিটাল মুদ্রা। এর আগে, গত বছরের জুলাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক
জানায়, তারা নিজস্ব ডিজিটাল মুদ্রা আনার কাজ শুরু করেছে।
সেন্ট্রাল
ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) নামের ডিজিটাল এই মুদ্রার ব্যাপারে আরবিআইয়ের ডেপুটি
গভর্নর টি রবি শঙ্কর বলেন, এটি নগদ মুদ্রার মূল্যমানের মতো একই হবে। নগদ মুদ্রার সাথে
ডিজিটাল মুদ্রার লেনদেনও করা যাবে।
ওআ/