শ্রীলঙ্কার বিরুদ্ধে স্নায়বিক জয় নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:১১ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২২

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (৫ অক্টোবর) আগে ব্যাট করে ৮ উইকেটে শ্রীলঙ্কা করে ১৪১ রান। জবাবে ইংল্যান্ড ৪ উইকেট আর ২ বল হাতে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে।
এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ইংলিশরা। এর আগে ২০১০, ২০১৬ ও ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তার মধ্যে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়। আর ২০১৬ সালে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১৪১-৮ (২০ ওভার): নিসাঙ্কা ৬৭ (৪৫); উড ৩-২৬
ইংল্যান্ড ১৪৪-৬ (১৯.৪ ওভার): হেলস ৪৭ (৩০), স্টোকস ৪২* (৩৬)
এইচআর/