বিদায় বাংলাদেশ, সেমিতে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের সামনে ছিলো ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলার। তবে বাজে ব্যাটিং ও বিতর্কিত আম্পায়ারিংয়ে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।
১৯তম ওভারের প্রথম বলে শান মাসুদ দৌড়ে দুটি রান নিয়ে জয় নিশ্চিত করেন। ১৪ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জয়ের ভিত গড়ে দেন। পাকিস্তানের পক্ষে ইনিংস সেরা ৩২ রান করেন রিজওয়ান, মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।
নকআউট ম্যাচ খেলতে নেমে সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। অ্যাডিলেডে সব বিভাগেই ব্যর্থ দল। সেই সঙ্গে সাকিবের বিতর্কিত আউটের সিদ্ধান্ত তো আছেই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১২৭-৮ (২০ ওভার): শান্ত ৫৪ (৪৮); শাহীন ৪-২২, শাদাব ২-৩০
পাকিস্তান ১২৮-৫ (১৮.১ ওভার): রিজওয়ান ৩২ (৩২), হারিস ৩১ (১৮); নাসুম ১-১৪
আরএক্স/