নিউজিল্যান্ডকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫২ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে করে ১৫২-৪ রান। জবাবে পাকিস্তান সাত উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
বাবর ও রিজওয়ান ১০৫ রান করে। পাকিস্তান ২০০৯ সালে শেষবার জিতেছিল ট্রফি।
আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে লড়বে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১৫২-৪ (২০ ওভার): মিচেল ৫৩* (৩৫), উইলিয়ামসন ৪৬ (৪২); শাহীন ২-২৪
পাকিস্তান ১৫৩-৩ (১৯.১ ওভার): রিজওয়ান ৫৭ (৪৩), বাবর ৫৩ (৪২)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী এবং ফাইনালে।
ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
এইচআর/