সপ্নের ফাইনালে চোখ রাখছে ভারত-ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২২

আজ বৃহঃস্পতিবার (১০ নভেম্বর) অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় সপ্নের ফাইনালে পৌঁছাতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
ভারত ২০১৪ সালের পর প্রথম বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর লক্ষ্য রাখছে। শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত, ৯ বছর হয়ে গেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ১২ টি । টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের চতুর্থ দেখা হবে, ইংল্যান্ড মাত্র একবার জিতেছে।
সেমিফাইনালের ভেন্যুও ভারতের জন্য চেনাজানা। চলতি বিশ্বকাপে এই গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে পাঁচ রানে জিতেছিল তারা। এই আসরে এখানে খেলেনি ইংল্যান্ড। তাছাড়া এই মাঠেই ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের স্মৃতিও তাদের ভোলার কথা নয়।
ভারত এক কথায় উজ্জীবিত। ইংল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য টি-টোয়েন্টি রেকর্ড এবং বিরাট কোহলির অ্যাডিলেড সাফল্যে ভর করে আইসিসি নকআউটের গেরো ভারত কাটাতে পারে কি না, সেটাই দেখার।
এইচআর/