সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যু্বকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে নিয়ে মোটরসাইকেল যোগে মাইজবাগের দিকে যাচ্ছিলেন নাঈম। পথে হারুয়া স্কুলের সামনে যেতেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরএক্স/