লজ্জা জনক হার ভারতের,ফাইনালে ইংল্যান্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২


লজ্জা জনক হার ভারতের,ফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আজ বৃহঃস্পতিবার (১০ নভেম্বর) অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে রোহিত শর্মাদের ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা। ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে লজ্জা জনক ভাবে হারালো ইংল্যান্ড।  


ভারত টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে ২৪ বল হাতে রেখে বিনা উইকেটে ১৭০ রান তুলে জয় নিশ্চিত করে বাটলারের দল।


আগামী রোববার (১৩ নভেম্বর) বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।


স্কোরকার্ড


ভারত ১৬৮-৬ (২০ ওভার): হার্দিক ৬৩ (৩৩), কোহলি ৫০ (৪০); জর্ডান ৩-৪৩

ইংল্যান্ড ১৭০-০ (১৬ ওভার): বাটলার ৮০* (৪৯), হেলস ৮৬* (৪৭) 


এইচআর/