শিয়ালের আতঙ্কে এলাকাবাসী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪০ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২২


শিয়ালের আতঙ্কে এলাকাবাসী
ফাইল ছবি

ময়মনসিংহ ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশু সহ সাত জন আহত হয়েছে। হঠাৎ শিয়ালের উৎপাত বেড়ে যায়। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে গুরুতর আহত করেছে।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত নয়টার দিকে  উপজেলার পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ছিদ্দিক (৫২),মো.সুরুজ্জামান মাস্টার (৪৪), হালিমা খাতুন (৪২) আমেনা খাতুন (৫৫),আন্নাছ আলী (৪১), আজাহারুল ইসলাম (২০), আ. হাকিম (৩৫), রাকিবুল হাসান আপন (১০)।


ওই গ্রামের আহত সুরুজ্জামান মাস্টার (৪০) জানান, বৃহস্পতিবার সন্ধ্যার  বাড়ি থেকে বাজার উদ্দেশ্য রওনা দিলে বাড়ির দক্ষিন পাশে পুকুর পাড়ে শিয়ালে কামড় দেন, আমেনা খাতুন বলেন, বাড়ির আঙিনায় দাঁড়িতে ছিলাম । হালিম খাতুন বলেন, পলাশতলী বাজার থেকে বাড়ি রওনা দিলে রাস্তায়  পিছন থেকে কামড় দেয় ।


পলাশতলী গ্রামের একাধিক লোক বলেন,  আমরা খুব আতঙ্কে আছি। রাতে ঘর থেকে বের হলে  অনেক ভয় হয় শেয়াল আতঙ্কে। আমাদের  ছেলেমেয়ে গুলো স্কুলে যাওয়ার ভয় পাচ্ছে।  


উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।


আরেএক্স/