ফুলবাড়িয়ায় বিশ্ব নিউমোনিয়া দিবসে র‌্যালি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪০ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২


ফুলবাড়িয়ায় বিশ্ব নিউমোনিয়া দিবসে র‌্যালি
ছবি: জনবাণী

‘নিউমোনিয়া এফেক্টস এভরিয়ান’ অর্থাৎ নিউমোনিয়া সবাইকে আক্রান্ত করে’। এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়েছে।


আজ শনিবার (১২ নভেম্বর) সকালে ‘আসুন নিউমোনিয়া প্রতিরোধ করি, নিউমোনিয়ার লক্ষণ দেখামাত্র শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন’ শ্লোগানে মুখরিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালিটি বের করা হয়।


পরে র‌্যালি শেষে হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসালটেন্ট ডা. মো. খাদেমুল ইসলাম নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা.সেলিম রেজা, ডা. নাজমুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. শায়লা শারমিন, ডা. আবু রায়হান ফেরদৌস, ডা. মনিরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স বেদেনা আক্তার, ফাহিমা আক্তার, রাবেয়া আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম নেজা, শাকিল চৌধুরী, শাহ ছাইফুল ইসলাম, প্রধান সহকারী আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/