ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর নির্দেশনায় সংশোধনী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর নির্দেশনায় সংশোধনী

বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনায় সংশোধনী নেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া গের কিছু শর্ত আংশিক শিথিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় শুধু জেনারেল সাইডের কর্মকর্তাদের ন্যূনতম বেতন ৩৯ হাজার টাকা দিতে হবে। এছাড়া ক্যাশ সাইডের কর্মকর্তাদের ৩৬ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেও সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নতুন ব্যাংকগুলোকে এই কাঠামো পুরোপুরিভাবে কার্যকরে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্য ব্যাংকগুলোকে আগামী এপ্রিল থেকে কার্যকর করতে হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পর্যালোচনায় সংশোধন আনা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ, কর্মী ছাটাই, পদোন্নতি, চাকরি স্থায়ী করা বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় এন্ট্রি পর্যায়ের শিক্ষানবিশ কর্মকর্তার ন্যূনতম বেতন ২৮ হাজার