পাকিস্তান-ইংল্যান্ড, কে লিখবে নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২

ইতিহাসের পাতায় নাম লিখতে চলেছে পাকিস্তান-ইংল্যান্ড ।দুই দলই সেমিফাইনাল জিতেছে দোর্দণ্ড প্রতাপে। এবার ফাইনালে মুখোমুখি যখন সেই দুই দল, তখন তা ফাইনালে যোগ করছে বাড়তি রোমাঞ্চ, অন্তত ম্যাচের আগে তো বটেই! মেলবোর্নের হতচ্ছাড়া বৃষ্টিটা এখন বাগড়া না দিলেই হয়!
আজ রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২ টাতে ফাইনালে মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।
ইংল্যান্ড ও পাকিস্তান দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে পিঠাপিঠি সময়ে। পাকিস্তান ২০০৭ সালে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করার পর ২০০৯ সালেই এই ট্রফি জিতে নেয়। ইংল্যান্ডের অপেক্ষা ফুরায় পরের আসরে, ২০১০ সালে।
তেরো বছর পর পাকিস্তান এবার আবার ফাইনালে। মাঝে ইংল্যান্ড ২০১৬ সালে ফাইনাল খেললেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। দুই দলের জন্য আজকের ফাইনাল নিজেদের শিরোপা ক্ষুধা মেটানোর বড় সুযোগ।
আরএক্স/