হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকা থেকেই সম্পন্ন হবে: মোমেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২
বাংলাদেশ থেকে হজ্জে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।
রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে হজ্জে গমনেচ্ছুরা সৌদি আরবে যাত্রার আগে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন করতে পারবেন বলে বৈঠকে অবহিত করেছেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।
এর আগে গতকাল শনিবার (১২ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ।
জেবি/ আরএইচ/