‘পৃথিবী আরও ৯ বছর বাঁচবে’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২


‘পৃথিবী আরও ৯ বছর বাঁচবে’
ছবি: ইন্টারনেট

জলবায়ু সম্মেলনে আলোচিত গ্যাস প্রকল্পগুলো বিশ্বের জলবায়ু লক্ষ্যগুলোকে হুমকির মুখে ফেলে দিয়েছে।


গ্রিনহাউজ গ্যাস দূষণ উল্লেখযোগ্যভাবে কমাতে না পারলে দেশগুলো সম্ভবত এক দশকেরও কম সময়ের মধ্যে তাদের অবশিষ্ট কার্বন বাজেট পুড়িয়ে শেষ করবে।


এ অবস্থায় পরিবেশবিজ্ঞানীরা দিয়েছেন আরও ভয়ংকর উদ্বেগজনক হুঁশিয়ারি। বিপর্যয়কর উষ্ণায়ন এড়াতে ‘আর মাত্র ৯ বছর বাঁচবে পৃথিবী’।


মিসরের শারম আল-শেখে ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৭ উপলক্ষ্যে বুধবার প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে জানানো হয় এ উদ্বেগের খবর।


কপ২৭ এ সশরীরে শুক্রবার অংশ নিয়ে ১১.৪ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় বিশ্বনেতাদের কাছে ক্ষমা চান তিনি। ওয়াশিংটন পোস্ট।


গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিশ্ব তার উষ্ণায়ন লক্ষ্যমাত্রার মধ্যে থাকতে কতটা নির্গমন করতে পারে-সেটাই হচ্ছে গ্লোবাল কার্বন বাজেট। প্রতিবেদনের বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে, প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি অপেক্ষাকৃত দুর্বল সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।


সূত্র: ওয়াশিংটন পোষ্ট


জেবি/ আরএইচ/