ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গাইলেন হিরো আলম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২


ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গাইলেন হিরো আলম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে গাওয়া একটি গান প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা ও সংগীত শিল্পী হিরো আলম। সাক্ষাতকারে তিনি বলেন, ‘ফুটবল খেলাটা সবসময় আমার ভালো লাগে। সময় পেলেই আমি ফুটবল খেলা দেখি টিভি অথবা মাঠে। এমনও হয়েছে আমি কোথাও শো করতে যাচ্ছি, রাস্তার পাশে ফুটবল খেলা চলছে- এটা দেখে গাড়ি থামিয়ে খেলা দেখেছি। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। ’ 


হিরো আলম বলেন, আমি এর আগে মেসিকে নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছিলাম। সেই গান আর্জেন্টিনার সাপোর্টার তো ভালোভাবে গ্রহণ করছে। তার পাশাপাশি সবাই ভালো বলেছে। গানটি অনলাইন প্লার্টফর্মে ভাইরাল হয়েছে। আশা করছি এই গানটি সবাই ভালোভাবে নিবে। খেলার মধ্যে গানটি আলোচনায় থাকবে।


জানা গেছে, ‘বিশ্বকাপের উত্তেজনা লাগছে সবার গায়’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। গীতিকার সুরকার এফ এ প্রিতম ও হিরো আলম। সংগীত আয়োজন করেছে টিউন হাউস। গানটি শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।