Logo

রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৭:১৮
16Shares
রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে
ফাইল ছবি।

দেশের কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ কথা জানান।

আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ এই দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। ফারুকী জানান, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজের এবারের পর্বে হুমায়ূন আহমেদকে নিয়ে আয়োজন হবে বড় ও বিস্তৃত আকারে। অনুষ্ঠানে গান, ছবি প্রদর্শনী ও আলাপচারিতার আয়োজন থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদিও ১৩ নভেম্বর পূর্ণিমার দিন নয়, তবুও এটি “ভালোবাসার পূর্ণিমা” হিসেবে উদযাপন হবে। হুমায়ূন আহমেদ ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখতে অনুরোধ জানান এবং নানা আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ফারুকী আরও নিশ্চিত করেছেন, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদসহ দেশের শিল্পের বিভিন্ন শাখার বরেণ্য মানুষদেরও স্থান দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD