৫০ নাকি ৫২, বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার

বলিউডের গ্ল্যামারকুইন মালাইকা আরোরা আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, কেন্দ্রবিন্দু তার বয়স। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এক পোস্টে মালাইকা জানান, তিনি ৫০ বছরে পা রেখেছেন। কিন্তু নেটিজেনদের দাবি— জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স নাকি ৫২!
বিজ্ঞাপন
গত ২৩ অক্টোবর মালাইকা বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে জন্মদিন উদযাপন করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই পার্টির ছবিতেই দেখা যায়, কেকের ওপর স্পষ্টভাবে লেখা ছিল “৫০”। এই সংখ্যা ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকে প্রশ্ন তোলেন— ২০১৯ সালে যদি তার বয়স ৪৬ হয়ে থাকে, তাহলে ২০২৫ সালে কীভাবে মাত্র ৫০?
রবিবার (২৬ অক্টোবর) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরও কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেন, “আমার ৫০তম জন্মদিনকে এত ভালোবাসা ও আনন্দে ভরিয়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ।”
বিজ্ঞাপন
এই পোস্টের পরই পরিষ্কার হয়— মালাইকা নিজেই তার বয়স ৫০ বলে দাবি করছেন।
এদিকে বোন অমৃতা অরোরাও মজার ছলে লেখেন, “বছরের পর বছর শুনছি তুমি ৫০— অবশেষে সত্যি সত্যিই ৫০ হলে!”
আরও পড়ুন: সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন ডন
বিজ্ঞাপন
তবে ভক্তদের চোখে মালাইকার বয়স কোনো বিষয়ই নয়। অনেকে মন্তব্য করেন, “তিনি এখনও ২৫-এর মতোই উজ্জ্বল ও ফিট।” কেউ লিখেছেন, “বয়স তার সৌন্দর্যের সামনে হার মানে।”
বর্তমানে বয়সের বিতর্ককে পাত্তা না দিয়ে নিজের ফিটনেস, ফ্যাশন আর আত্মবিশ্বাস দিয়েই নতুন করে নজর কাড়ছেন মালাইকা আরোরা। বলিউডে তার উপস্থিতিই যেন প্রমাণ করে— বয়স শুধু সংখ্যা, স্টাইলই আসল পরিচয়।








