Logo

শাকিব খানের ছবিতে নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ২০:১৪
3Shares
শাকিব খানের ছবিতে নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। জানিয়েছেন, যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে, সেই তিনি অভিনয় করতে আগ্রহী নন।

বিজ্ঞাপন

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক... দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।’

বিজ্ঞাপন

এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।’

গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।’

বিজ্ঞাপন

তবে, কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। বলেন, ‘আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শাকিব খানের ছবিতে নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত