সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন ডন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর পর তার অসমাপ্ত কিছু ছবিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ডন। সালমানের কণ্ঠ নকল করার অসাধারণ দক্ষতার কারণেই নির্মাতারা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন।
বিজ্ঞাপন
সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনেন ডন। তিনি জানান, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, আর সেই বন্ধুত্ব থেকেই একে অপরের মধ্যে অনেক মিল গড়ে উঠেছিল।
ডন বলেন, বন্ধুত্ব এমন একটা জিনিস, যেখানে আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ তৈরি হয়। সালমানের সঙ্গে আমার সম্পর্কও তেমন ছিল। ওর অনেক কিছুই আমার মধ্যে চলে এসেছিল। এমনকি ওর ভয়েসও আমি নকল করে কথা বলতে পারতাম।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘আনন্দ অশ্রু’ ছবির পরিচালক শিবলী সাদিক প্রথমে একাধিক শিল্পীকে সালমানের সংলাপ ডাবিংয়ের জন্য চেষ্টা করলেও কারো কণ্ঠই মিলছিল না। তিন-চার দিন চেষ্টা করার পর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরামর্শ দেন, আমি যেন চেষ্টা করে দেখি। পরে শিবলী ভাই আমাকে ডাকেন। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে ভেবে কাজটি করে দিই।
তিনি জানান, সালমান শাহর মৃত্যুর পর তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’সহ কয়েকটি ছবিতে তার দেওয়া কণ্ঠ ব্যবহার করা হয়। তবে বিষয়টি তিনি এতদিন গোপন রেখেছিলেন।
বিজ্ঞাপন
ডন বলেন, আমি শিবলী ভাইকে বলেছিলাম, দয়া করে এটা প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি। আজ প্রথমবার মানুষ জানল।








