জায়েদ খানের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান এখনও ব্যাচেলর থাকলেও তাঁর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
বিজ্ঞাপন
অনেক তারকা ইতিমধ্যে বিয়ে করেছেন। কেউ কেউ সন্তান নিয়ে সংসারও সাজিয়েছেন। অন্যরা ইন্ডাস্ট্রির বাইরে বিবাহিত জীবনে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও এখনো ব্যাচেলর তকমায় রয়ে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।
এর ফলে সময় সময় সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে তার বিয়ে সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। এবারও সেই ধারাবাহিকতায় জায়েদ খানের বিয়ে নিয়ে নতুন গুঞ্জন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি অভিনেতা শ্রাবণ শাহ তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে জায়েদ খানকে মেনশন করে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া, দাম্পত্য জীবন সুখের হোক।’
তবে এই মুহূর্তে জায়েদ খানের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা যায়নি। তাই খবরটি কেবল গুঞ্জন হিসেবে ধরে নেওয়া হচ্ছে এবং ভক্তদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে।








