Logo

সালমান শাহ কিভাবে মারা গেছেন, তা আমি জানি না: শাবনূর

profile picture
বিশেষ প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ২০:২৪
9Shares
সালমান শাহ কিভাবে মারা গেছেন, তা আমি জানি না: শাবনূর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠিয়েছেন। মামলার ঘোষণার পর থেকেই নানা মিডিয়ায় সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের সম্পর্ক নিয়ে কৌতূহল ও গুঞ্জন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে শাবনূর ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা দায়ের হওয়ার খবর তার কাছে পৌঁছেছে। বিদেশে অবস্থানকালে তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানতে পারেন।

শাবনূর বলেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তিনি এ ধরনের ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শাবনূর লিখেছেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ প্রতিভাবান এবং শক্তিমান অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত হয়েছে। তার অকাল মৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সালমান শাহর মৃত্যুর পর কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছেন। আমি আজও স্পষ্ট করতে চাই — সালমান শাহ কিভাবে মারা গেছেন, তা আমি জানি না। আমি শুধু চাই, তাঁর মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং যে-ই দোষী হোক না কেন, আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক।’

বিজ্ঞাপন

শাবনূর শেষ দিকে সালমান শাহর মায়ের কষ্টের কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি তার এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD