জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতেই তাকে হাসপাতালে আনা হয়।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ইস্কেমিক স্ট্রোক-এ আক্রান্ত হয়েছেন এবং পাশাপাশি মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “হাসান মাসুদ বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে রয়েছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।”
বিজ্ঞাপন
হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি তিনি আলোচনায় আসেন অভিনেত্রী হানিয়া আমির-কে নিয়ে করা মন্তব্যের পর। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি অভিনয়ে ফিরে আসতে চাইছেন না, বরং একটি স্থায়ী চাকরি খুঁজছেন। তার ভাষায়, “আমি এখন একটা জব খুঁজছি। সেটা যে ক্ষেত্রেই হোক—সাংবাদিকতা, প্রশাসন বা অন্য কিছু। আমি একেবারে হারিয়ে যেতে চাই।”
সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ এবং একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করেন।








