Logo

চলচ্চিত্রে পলিটিক্স নিয়ে সোনিয়ার বিস্ফোরক মন্তব্য

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ২০:৪২
211Shares
চলচ্চিত্রে পলিটিক্স নিয়ে সোনিয়ার বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সোনিয়া, যিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে সালমান শাহ, রিয়াজ এবং ওমর সানীর মতো বড় নায়কদের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছিলেন, সম্প্রতি ফিল্ম পলিটিক্স নিয়ে মুখ খুলেছেন তিনি। শোবিজে তার ক্যারিয়ার যাত্রার শুরুতেই বিভিন্ন অঘটন ও রাজনৈতিক চাপের শিকার হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

একটি সাক্ষাৎকারে সোনিয়া জানান, সে সময়ে আমার বয়স ছিল কম। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন ভাবলে বুঝতে পারি, কতটা পলিটিক্সের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে। অভিনেত্রী আরও বলেন, নায়ক রাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। আমার প্রথম সিনেমা ছিল রিয়াজের সঙ্গে, এরপর ওমর সানী ভাইয়ের সঙ্গে কাজ করেছি। সিনেমাগুলোর মাধ্যমে আমার অবস্থান আরো শক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তেমন কিছু হয়নি।

সোনিয়া আরও জানান, তিনি যে সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন, সেই সিনেমাগুলোর শুটিংয়ের আগের রাতে খবর পেতেন যে তাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি, তার অনেক সিনেমার গান ও সংলাপও বাদ দেওয়া হতো। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, একটি সিনেমায় ওমর সানী-মৌসুমী আপা শুটিং করছেন।

বিজ্ঞাপন

দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের আগের রাতেই জানলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। এমন আরো অনেক কিছু আমার সঙ্গে ঘটেছে। আরো একটি সিনেমায় আমাকে নেতিবাচক চরিত্রে দেখানো হয়েছে। এটাকেই ফিল্ম পলিটিক্স বলে তখন জানতাম না।

দশম শ্রেণিতে পড়াকালীন সিনেমার প্রস্তাব পান সোনিয়া। তার অভিনীত প্রথম সিনেমা ‘মাস্তান রাজা’। এ সিনেমার শুটিংয়ের পর এসএসসি পরীক্ষার জন্য কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষা শেষে ‘প্রেম শক্তি’ সিনেমার জন্য ডাক পান তিনি। ৩০ জনের মধ্যে অডিশনে সোনিয়া নির্বাচিত হয়েছিলেন সিনেমাটির জন্য।

বিজ্ঞাপন

সোনিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘বউ-শাশুড়ির যুদ্ধ’ সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা, ‘বাংলার নায়ক, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’ ‘পরান কোকিলা’, ‘মিথ্যার মৃত্যু’, ‘অজান্তে’, ‘ভয়ংকর সাত দিন’ ইত্যাদি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD