‘পুরুষদের ইগো মোকাবিলা করতে আমি বোকা সেজে থাকি’

বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হিসেবে ছোটবেলা থেকেই সিনেমা জগতের আলোছায়ায় বড় হয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে ইতোমধ্যেই পার করেছেন সাত বছর। এ সময়ের মধ্যে পুরুষতান্ত্রিক বলিউডে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জাহ্নবী, সম্প্রতি এক টক শোতে খোলামেলাভাবে জানিয়েছেন সেই অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন ডন
কাজল ও টুইঙ্কল খান্না সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’–এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। তার সঙ্গে ছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহরও। সেখানেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরুষের অহংকার বা ইগো সামলানোর নিজস্ব কৌশল প্রকাশ করেন জাহ্নবী।
কাজল ও টুইঙ্কেল তাকে ইন্ডাস্ট্রিতে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে জাহ্নবী বলেন, ‘এটি পুরুষ অহংকার পরিচালনা করার শিল্প। আমি যদিও জানি, কাজের পরিবেশে আমি একটা সুবিধার জায়গা থেকে এসেছি। তারপরেও আমাকে পুরুষের অহংকারের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’
বিজ্ঞাপন
অভিনেত্রী আরও জানান যে কীভাবে তিনি প্রায়শই ‘বোবা’ সেজে বা পুরুষের চেয়ে কম সক্ষম হওয়ার ভান করে পরিস্থিতি এড়িয়ে যান, যাতে কাউকে সরাসরি অপমান না করে নিরাপদে সরে আসতে পারেন।
জাহ্নবীর কথায়, ‘যদি আমার কোনো মতামত থাকে, এখন আমি এমন জায়গায় আছি যে মেপে কথা বলার প্রয়োজন অনুভব না করেই আমি যা চাই তা বলতে পারি। পুরুষদের ইগো মোকাবিলা করতে আমি বোকা সেজে থাকি।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, জাহ্নবী কাপুরকে সবশেষ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান, সানিয়া মালহোত্রা এবং রোহিত সরফের সঙ্গে রোমান্টিক কমেডি ছবি সানি সংস্কার কি তুলসী কুমারীতে। ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি বক্স অফিসে ১০০ কোটি টাকারও বেশি আয় করেছে।








