‘২০২৩ ক্রাইসিস ইয়ার’ সবাইকে প্রস্তুত থাকতে হবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২
তিন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সাল ‘ক্রাইসিস ইয়ার’ আশঙ্কায় সবাইকে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ফেডারেল রিজার্ভ, করোনা মহামারি পরবর্তী অবস্থা এবং খাদ্য উৎপাদন কমে যাওয়ায় ২০২৩ সালকে ক্রাইসিস ইয়ার বলা হচ্ছে। সবাইকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে, সর্বাবস্থায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বিদেশে দক্ষ জনবল পাঠাতে হবে।
জেবি/ আরএইচ/