‘অর্ধেকের বেশি লোক জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত’


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৫ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২


‘অর্ধেকের বেশি লোক জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত’
ছবি: জনবাণী

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশ্ব ডায়াবেটিসের র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সবায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন। 


আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কনসালটেন্ট (মেডিসিন) ডা. খাদিমুল ইসলাম নাঈম, কনসালটেন্ট (গাইনী) ডা. খাদিজা ছিদ্দিক সুইটি, কনসালটেন্ট( অর্থোপেডিক্স) ডা. একেএম নাজমুল হক,  এনেসথেসিয়া ডা. মুমিনুল ইসলাম,কার্ডিওলজি  ডা. আবু রায়হান ফেরদৌস। এদিকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা, ডা. ইশতিয়াক আহমেদ ইমন, ডা. সাফিয়া সুলতানা চৈতি, ডা. সোয়েব মিয়া,ডা. মামুন হোসেন, সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, বেদেনা আক্তার প্রমুখ।  


সভায় ডা. খাদিমুল ইসলাম নাঈম বলেন,বিশ্ব জুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বর কে ডায়াবেটিস দিবস ঘোষণা করে। এদিকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। ডায়াবেটিস আছে, এমন অর্ধেকেরও বেশি লোক জানেই না যে তারা রোগটিতে আক্রান্ত।

জেবি/ আরএইচ/