রাষ্ট্রীয় পদক পেল ৪৫ ফায়ার ফাইটার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২
৪৫ ফায়ার ফাইটারকে চার ক্যাটাগরিতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
জেবি/ আরএইচ/