‘গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সমাবেশের অনুমতি দেয়া যেতে পারে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৪ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২


‘গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সমাবেশের অনুমতি দেয়া যেতে পারে’
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে। এদিকে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে বা হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 


আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন তিনি। 


ফারুক হোসেন বলেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে মহাসমাবেশ করবে, সেটার অনুমতি নিতে দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তারা মহাসমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণের পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।’


মো. ফারুক হোসেন বলেন, আমরা লিখিত আবেদন পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।

জেবি/ আরএইচ/