কৃষি মন্ত্রীর ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৬ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২২


কৃষি মন্ত্রীর ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট পরিদর্শন
ছবি: জনবাণী

কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন কৃষি খামার পরিদর্শন করেন। এসময় তিনি চুয়াডাঙ্গার এসএসসি ৯৬ ব্যাচ বন্ধুদের উদ্যোগে পরিচালিত ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট পরিদর্শন করেন। ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেটের সদস্য ও এ বছরের সেরা কৃষানী পদকপ্রাপ্ত মেরিনা জামান মমি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। 


এসময় কৃষি মন্ত্রীর সাথে কৃষি মন্ত্রণালয়ের  সচিব , কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, স্থানীয় জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।  কৃষি মন্ত্রী দীর্ঘ সময় ধরে ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট ঘুরে দেখেন এবং বন্ধুদের  সমন্বয়ে গড়ে ওঠা কৃষি খামারে ভুয়সী প্রশংসা করেন। তিনি ফ্রেন্ডস এগ্রোর মতো শিক্ষিত যুব সমাজের কৃষির দিকে এগিয়ে আসার ব্যাপারে সকলকে আহবান জানান।  


তিনি ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেটে একটি চারা রোপণ করেন। এসময় এগ্রো প্ল্যানেটের মঞ্জুরুল, সৈকত ও আকাশ মন্ত্রীকে সহযোগীতা করেন। পরবর্তীতে কৃষি মন্ত্রী জীবননগরের ভাই ভাই কৃষি খামার, সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করেন।