সাগরে লঘুচাপ সৃষ্টি
গভীর নিম্নচাপের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২২
লঘুচাপ সৃষ্টি হয়েছে দেশের দক্ষিণপূর্ব সাগরে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিনত হতে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।